গোলাম রব্বানী,হরিপুর-ঠাকুরগাঁও। || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যম প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,বিজিপি, এন জিও প্রধান ও ইউপি চেয়ারম্যানগনের সাথে ইউএনওর মতবিনিময় সভা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১:০০ টায় উপজেলা সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার,মো. রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন, বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন ও উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের,উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন আহমেদ,গণধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, শাবানা পারভীন, রানীশংকৈল হতে আগত ওয়ার্ল্ড ভিশনের, রুমা বেগম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
সভায় হরিপুর উপজেলা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন অনেকেই। নবাগত উপজেলা নির্বাহী অফিসার,মো.রায়হানুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের দরজা সবসময় খোলা আমি প্রশাসনিক কাজে সকলের সহযোগিতায় ও হরিপুর উপজেলার উন্নয়নমূলক কাজগুলো দ্রুতই শেষ করতে চাই। আশা রাখছি আপনাদের সকলের আন্তরিক ও প্রশাসনিক সহযোগিতা পেলে, আমি আমার অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবো।