admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২২ ৫:০৩ পূর্বাহ্ণ
মোস্তাফিজুর রহমান, হরিপুর উপজেলা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষ গুলোর আবাসস্থল বিষয় মাথায় রেখে গোঁজার মৌলিক অধিকার বাসস্থানের লক্ষ্যে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ভিশন ও মিশন বাস্তবায়নে চ্যালেন্জ নিয়ে এদেশের মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা চিকিৎসা ও আবাসস্থল, অভাবে যেন না থাকে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ইতিপূর্বে হরিপুর উপজেলায় ৯৩৬ টি বাড়ি গড়ে প্রতিটি ইউনিয়নে ২১৯ টি বাড়ি দিয়েছেন ।
আবারো মাননীয় প্রধানমন্ত্রী হরিপুর উপজেলা ঈদের উপহার হিসেবে ১৬৪ টি বাড়ি ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষ গুলোকে প্রদান করবেন। ১ নং গেদুরা ইউনিয়নে ৩৩টি, ২ নং আমগাঁও ইউনিয়নে -৪৪টি, ৩নং বকুয়া ইউনিয়নে- ৪৪টি, ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে- ৪২টি , ৫ নং হরিপুর ইউনিয়নে- ০১টি। প্রতিটি বাড়ি নির্মাণের জন্য ব্যয় ছিল ২,৫৯৫০০ টাকা,আগের তুলনায় বরাদ্দ ছিল বেশি কাজের গুনগত মান ভাল হয়েছে বলে, প্রেস ব্রিফিং এ এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম। এর মধ্যে গেদুরা ইউনিয়নে দুই জন প্রতিবন্ধী রয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল ও সহকারী কমিশনার ভূমি মোঃ রাকিবুজ্জামান হরিপুর, ঠাকুরগাঁও। ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।