admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
স্বাস্থ্যমন্ত্রী এক জরুরি ব্রিফিংয়ে ভারতীয় সীমান্ত বন্ধই থাকছে বলে জানিয়েছেন। ভারতে চলমান ভয়াবহ করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে সম্প্রতি সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্ত বহাল থাকছে, অর্থাৎ ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ সোমবার এ তথ্য জানিয়ে বলেন, বর্ডার (সীমান্ত) বন্ধ আছে, আগামী দিনেও তা বন্ধ থাকবে, ভারতের (করোনা) পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে।
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা প্রস্তাব করব যে, দূরপাল্লার বাস ও লঞ্চ-ট্রেন বন্ধ আছে- তা যেন বন্ধই থাকে। এবারের ঈদে ‘লকডাউন’থাকা সত্ত্বেও সবাই বেশ আনন্দের সঙ্গেই কেনাকাটা করেছেন। অথচ প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন, যে যেখানে আছেন সেখানেই যেন ঈদ করেন। সেই অনুরোধ অনেকে মেনেছেন, আবার অনেকেই মানেননি।
জাহিদ মালেক আরো বলেন, আমরা বারণ করেছি, আপনারা শোনেননি, ঈদে আপনারা ফেরিতে গাদাগাদি করে বাড়ি গেছেন। ঢাকা ছেড়ে নাড়ির টানে বাড়ি গেছেন, আমি বলি কি- নাড়ির টানে বাড়ি যাচ্ছেন, নাড়ি যেন ছিঁড়ে না যায়! কারণ অনেকেরই বৃদ্ধ বাবা-মা বাড়িতে আছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে যে ভ্যাকসিন এসেছে তার প্রথম ডোজ আগামী ২৫ মে থেকে দেওয়া শুরু হবে। পাশাপাশি ভ্যাকসিনের জন্য রাশিয়া, যুক্তরাজ্য, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি আমরা। চূড়ান্ত কিছু হলে আপনাদের জানানো হবে।
জাহিদ মালেক জানান, করোনার টিকার দ্বিতীয় ডোজের জন্য ভারত ও যুক্তরাজ্যের সঙ্গে আমরা কথা বলছি। এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করেছেন। ভারতের কাছে অর্ডার দেওয়া হয়েছে ৩ কোটি ডোজের, কিন্তু আমরা পেয়েছি ৭০ লাখ। তাই দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।