admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় এবং বিভাগীয় পর্যায়ের রচনা প্রতিযোগীতায় রাজশাহী বিভাগের মধ্যে দ্বিতীয় স্হান অধিকার
করেছে পাবনা জেলা স্কুলের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মীর ওয়াজিদ শাফিন। এসএসসি পরিক্ষা চলার জন্য সে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে স্ব শরীরে উপস্থিত থাকতে পারে নি। জাতীয় প্রেস ক্লাবে আজকে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তার পক্ষে তার ছোট ফুপি নারী উদ্যোক্তা,রন্ধন এবং আবৃত্তি শিল্পী, বিখ্যাত লেখিকা Tania Parvin Tamanna তার পুরুষ্কার গ্রহণ করেছেন।
আজকের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, জাতীয়তাবাদী দল,বিএনপি, প্রধান বক্তা ডঃ খন্দকার মোশারফ হোসেন, সদস্য, জাতীয় স্হায়ী কমিটি ও আহবায়ক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন জাতীয় কমিটি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, উপদেষ্টা কাউন্সিল সদস্য, বিএনপি চেয়ারপারসন ও সদস্য সচিব,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন জাতীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডঃ আ ফ ম ইউসুফ হালদার, আহবায়ক,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন রচনা প্রতিযোগিতা কমিটি, বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি। মীর ওয়াজিদ শাফিন ছোট বেলা থেকেই অসম্ভব মেধাবী। কিন্ডারগার্টেন থেকেই সে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি, ছবি আঁকা, যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার অর্জন করেছে। এবং এখনো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার পেয়ে যাচ্ছে। সে ক্লাস ফাইভে এবং ক্লাস এইটে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। এসএসসি পরিক্ষায় যেনো সে আরও ভালো ফলাফল করতে পারে তার জন্য দোয়া রইলো । খন্দকার সোহেলী সানজিদা শাপলা এবং মীর আবদুল আজিমের অদম্য মেধাবী একমাত্র সন্তানের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। মুক্ত কলমের পক্ষ থেকে তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি। মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক শুভেচ্ছা জ্ঞাপনসহ তাঁর মঙ্গল কামনা করেন।