admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুন, ২০২০ ১:৩৫ অপরাহ্ণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের এক প্রিন্স (যুবরাজ) প্রাণ হারিয়েছেন। যুবরাজ সোউদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল-সোউদের মৃত্যুর কথা ঘোষণা করে দেশটির রাজদরবার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে যুবরাজের মৃতু্যর কারণ উলেস্নখ করা হয়নি। ইস্ট মনিটর, রয়টার্স হাসপাতাল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, যুবরাজের মৃত্যুর পর রাজপরিবারের অনেক সদস্য হাসপাতাল ও ব্যক্তিগত ভিলায় চিকিৎসা নিচ্ছেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, দেশটির প্রায় ১৫০ জন যুবরাজ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রিয়াদের গভর্নর ফয়সাল বিন বান্দার বিন আবদুল আজিজ রয়েছেন। তবে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি আল-ফয়সাল দাবি করেছেন, আক্রান্ত যুবরাজের সংখ্যা ২০ জনের কম।
সৌদি লিকস নামের সংবাদমাধ্যমের খবরে ড. নেজার বাহাব্রি উদ্ধৃত করে বলা হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে এক হাজার ২০০ জনের বেশি রোগীর অবস্থা সংকটাপন্ন এবং তাদের ভেন্টিলেটরে রাখা হয়েছে। এক ভিডিও বার্তায় বাহাব্রি বলেন,জেদ্দা ও রিয়াদের অবস্থা খুবই খারাপ।