admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেস্কঃসিলেট সদর উপজেলা শাহ পরান থানা ইয়ার ফুট থানা আওতা ভুক্ত ৪ নং খাদিম পাড়া ইউনিয়ন পরিষদের এলাকা দিন দেব পুর মৌজা জে এল নং ৯৬,৮১ , এর অন্তর্ভুক্ত খাদিম নগর মৌজার জে এল নং ৭১ অধিনে প্রকাশিত সরকারী খাস জমি বহর মৌজা জে এল নং ৭০ দাগ নং ১৪২ সহ ২০০১, দাগসহ আরো অনেক দাগ সরকারী খাস জমি পাহাড় টিলা রয়েছে।
খিদিরপুর মৌজার আঁট গাঁও মৌজার সরকারী খাস জমি জবর দখল লুট পাট চলছে চলিতেছে অবিরাম ভাবে অনুমোদন ছাড়া সরকারী খাস জমি পাহাড় বন ঠিলা চা বাগান কেটে উজাড় করে দিতেছে এবং অনুমোদন ছাড়া পাহাড় টিলা কেটে প্লট তৈরি করা হচ্ছে এবং প্লট ভরাট কাজ চালিয়ে যাচ্ছে অবিরাম ভাবে অনুমোদন ছাড়া ঘর বাড়ী বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং হয়েছে এতে জড়িত রয়েছে প্রভাবশালী চক্র বিভিন্ন দলের নেতারা বিভিন্ন স্থানের মানুষ এসে দল বদ্ধ হয়ে বাট বরটন করে নিজের পায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত সরকারী খাস জমি জবর দখল লুট পাট করছে অবিরাম ভাবে অনুমোদন ছাড়া পাহাড় বন ঠিলা চা বাগান কেটে উজাড় করে দিতেছে এবং অনুমোদন ছাড়া ঘর বাড়ী তৈরি করা হচ্ছে এবং হয়েছে এবং অনুমোদন ছাড়া ফাঁকা ওয়ালের বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং হয়েছে এতে পুলিশ প্রশাসন ইউএনও জেলা প্রশাসক পরিবেশ এসিলেনট মহোদয় নিরব ভূমিকা পালন করছেন এদিকে পাবলিক প্রভাবশালী চক্র বিভিন্ন দলের নেতারা বিভিন্ন স্থানের মানুষ এসে দল বদ্ধ হয়ে বাট বরটন করে নিজের পায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত সরকারী খাস জমি জবর দখল লুট পাট করছে করিতেছে।
তাই বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ সরকার আওতায় ভুমি মন্ত্রী মহোদয় বরাবর আবেদন করিতেছি যে এদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া জন্য বিনীত অনুরোধ করছি বিনীত অনুরোধ রইলো আসসালামুয়ালাইকুম দুর্নীতি মুক্ত দেশ আমাদের স্বপ্ন এগিয়ে নিন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও অপরাধ বিচিত্রা