admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ট্রাকচাপায় নিহত তিন অটোরিকশা আরোহী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে উপজেলার সলঙ্গা থানার পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী। জানা যায়, অটোরিকশা নিয়ে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাচ্ছিলেন খোদা বক্স, হায়দার আলী ও শাহাদাত হোসেন।
এক পর্যায়ে পাঁচলিয়া বাজার ফুটওভার ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাকঅটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ঘাতক ট্রাকটি মুহূর্তের মধ্যেই পালিয়ে গেছে। তবে সেটা চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। একইসাথে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মরদেহগুলো উদ্ধার করে ইতোমধ্যেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।