admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুন, ২০২০ ৫:২৫ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ জুন, সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রনালয় (এমওএইচ) প্রাথমিক ভাবে জানিয়েছেন কভিড -১৯ সংক্রমণের ৩৮৬জন নতুন করে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। যারা বেশির ভাগই বিদেশি শ্রমিক আবাসনে বসবাসকারী ওয়ার্ক পারমিট ধারক।
সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রনালয় বলেন আমরা তদন্তের ভিত্তিতে প্রতিদিন পর্যবেক্ষন করে যাচ্ছি। আজ স্থায়ী বাসিন্দা ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রনালয় জানান। যার মধ্যে ১ জন সিঙ্গাপুরীয় এবং অন্য জন ওয়ার্ক পাস ধারক।
সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রনালয় (এমওএইচ) জানান আমরা এখনও সংক্রমণের বিবরণ অনুযায়ী কাজ করছি এবং আরও বিস্তারিত তর্থ্য আজ রাতে প্রকাশ করা হবে বলে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রনালয় এমওএইচ প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ করবে বলে জানা গেছে। করা হবে। কভিড-১৯ আক্রমনে বিশ্বের মধ্যে সবচেয়ে কম মৃত্যুর হার দেশটির নাম সিংগাপুর – জাতীর উদ্দ্যেশ্যে দেয়া ভাষনে প্রধানমন্ত্রী জানান মোট আক্রান্ত- ৩৮ হাজার ৭৯৬ জন, মোট মৃত্যু – ২৫ জন।