admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মে, ২০২০ ১১:০২ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ ২৬ মে (দুপুর ১২ টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে আজকে নতুন ৩৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৩৪৩ জন। আজকে আক্রান্তদের মধ্যে ১ সিঙ্গাপুরীয়ান,পার্মানেন্ট রেসিডেন্স (PR)।
বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৫ মে ৮৬২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই পর্যন্ত মোট ১৫ হাজার ৭২৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্তদের মোট ৪৯ ভাগ সুস্থ হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৩ জনের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুর স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি জানিয়েছেন।