admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুন, ২০২০ ৬:৪৬ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ৯ জুন (দুপুর ১২ টা পর্যন্ত) সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তর্থ্য মতে, সিঙ্গাপুরে আজকে নতুন ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট কভিড-১৯ এ আক্রান্ত ৩৮ হাজার ৫১৪ জন।
আজকে আক্রান্তদের মধ্যে কোন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স অভিবাসী নেই ৷ ৬ জন ওয়ার্কপাশ হোল্ডার যারা কর্মী আবাসনে বাহিরে বাস করেন ৷ বাকি সবাই ওয়ার্কপাশ হোল্ডার যারা কর্মী আবাসনে বসবাস করেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৮ জুন ৪৮২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই পর্যন্ত মোট ২৫ হাজার ৩৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৷ বলে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন।
৯ জুন জাতীয় সম্প্রচারে মন্ত্রী মিঃ লরেন্স বলেন জাতীয় উন্নয়ন ও কভিড -১৯- এর একাধিক-মন্ত্রি সম্বনয়ে টাস্কফোর্সের কো-চেয়ারম্যান মন্ত্রী মিঃ লরেন্স ওয়াং কভিড -১৯ এর মধ্যে কীভাবে সিঙ্গাপুর নিরাপদে পুনরায় সব কিছু খোলা রেখে জীবনকে ধারাবাহিক ভাবে পুনরূদ্ধার করতে পারেন সে সম্পর্কে বক্তব্য রেখেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সিঙ্গাপুরে ২৫ জনের মৃত্যু হয়েছে।