admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুন, ২০২০ ৩:৪১ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৯ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে আজকে নতুন ১৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪১ হাজার ৬১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আক্রান্তদের মধ্যে একজন কারাগারের বন্দি জড়িত রয়েছেন৷
শুক্রবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ১৫ জুন চাঙ্গী প্রিজন কমপ্লেক্সে ভর্তির পর থেকে তিনি সাধারণ বন্দীদের কাছ থেকে আলাদা আছেন এবং কোভিড -১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৮ জুন ৭৭৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এই পর্যন্ত মোট ৩২৭১২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে।