admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২১ ১২:৪৭ অপরাহ্ণ
সিটিতে মডার্না জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা প্রয়োগ টিকা সংকটের কারণে বেশ কিছু দিন বন্ধ থাকার পর আবারো সারাদেশে শুরু হচ্ছে গণ-টিকাদান কর্মসূচি। এ জন্য নিবন্ধন প্রক্রিয়াও আবার উন্মুক্ত করে দেওয়া হবে। এ পর্যায়ে মডার্না ও সিনোফার্মের টিকা দিয়ে এই গণটিকাকরণ কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে টিকার জন্য ফের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। এ পর্যায়ে ১২টি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা। আর উপজেলা পর্যায়ে দেওয়া হবে সিনোফার্মের টিকা। সম্প্রতি এসব টিকা বাংলাদেশে আসে পৌঁছে। এর পরই নতুন করে টিকাকরণ কর্মসূচি সিদ্ধান্ত হলো।
এ বিষয়ে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক আজ সোমবার গণমাধ্যমকে বলেন, কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় আসা মডার্নার টিকা দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়। অন্যদিকে, জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া হবে চীন থেকে বাংলাদেশ সরকারের কেনা সিনোফার্মের টিকা।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ টিকা কিনেছিল সরকার। কিন্তু মাত্র ৭০ লাখ ডোজ দেওয়ার পর ভারত সরকারের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে যায় টিকা আসা। ফলে সংকটের কারণে গত ২ মে থেকে গণ-টিকাদানের অনলাইন নিবন্ধন বন্ধ ঘোষণা করে সরকার। ওই দিন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছিল ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।
এদিকে, সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, গণটিকা কর্মসূচির ক্ষেত্রে বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে টিকার জন্য নিবন্ধনের ক্ষেত্রে বয়সসীমা কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। এর আগে টিকা গ্রহীতার বয়স সর্বনিম্ন বয়স ছিল ৪০ বছর।