admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ
সারাদেশের দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রাখতে চান স্বাস্থ্যমন্ত্রী। করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে গত দেড় মাস ধরে সারাদেশের দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। প্রায় ২১ দিন পর ঈদের আগে জেলা পর্যায়ে বাস চালু করা হয়। এখন দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানাচ্ছেন মালিক-শ্রমিকরা। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তাদের সাথে একমত নন। করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে গত দেড় মাস ধরে সারাদেশের দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। প্রায় ২১ দিন পর ঈদের আগে জেলা পর্যায়ে বাস চালু করা হয়। এখন দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানাচ্ছেন মালিক-শ্রমিকরা। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তাদের সাথে একমত নন।
চলমান সংক্রমণের মাত্রা কমাতে আরো কিছু দিন গণপরিবহন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় দ্বতীয় দফায় গত ৬ এপ্রিল থেকে বিধি-নিষেধ আরোপ করা হয়। যার মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই সময়ে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, তা আরো বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবহন বন্ধের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এদিকে, সরকারি বিধি-নিষেধের কারণে আগামী ২৩ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠাননের সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে। বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আশা প্রকাশ করে বলেছেন যে, শিক্ষার্থীদের ভ্যাকসিন (টিকা) দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত আরো ৩২ জনের মৃত্যু হয়েছে, যা গতকালের চেয়ে একটু বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ১৮১ জন। এ সময়ে আরো ৬৯৮ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে, এটিও আগের দিনের তুলনায় কিছুটা বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন।