admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধানঃ সাভারে প্রতিবেশীসহ তিন বেলা আহার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের অনুপ্রেরণায় সাভার জেলা পরিষদ স্কুলে প্রধান অতিথি হিসেবে প্রায় ১হাজার মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল।
সাভার প্রেসক্লাবের সদস্য সচিব রুপোকুর রহমান, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি বাবু আহমেদ, সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক পলাশ আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারেক মোল্লাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।