admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২২ ২:৪২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারে পৃথক ঘটনায় শিমুলতলা ও কাউন্দিয়া এলাকা থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা ও কাউন্দিয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শিমুলতলা এলাকায় ফিরোজ নামের এক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সাভার হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
নিহত ওই ব্যক্তি যাত্রীবাহী বাসচাপায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে উপজেলার কাউন্দিয়া এলাকার একটি বাড়ি থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পিয়ার আলী দাস নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।