admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২২ ১২:৫১ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান ঢাকাঃ এবার কোরবানীর ঈদে এক কোটি ২১ লক্ষ চামড়া রেডি আছে এবং ৯৭ থেকে ৯৮ লাখ পর্যন্ত পশু কোরবানী হবে সারা দেশে এবং সেই চামড়া প্রস্তুত করণ সিইটিপি প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। বুধবার (৬জুলাই) বিকেলে সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে সাংবাকিদদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এসময় আরও বলেন,ইতি মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ঢাকা ও ঢাকার বাইরে চামড়া কেনার জন্য দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের চামড়া যাতে দেশের বাইরে পাচার না হয় সেজন্য সরকার সবধরণের পদক্ষেণ ও সীমান্ত জেলাগুলোতে নজরদাড়ি বাড়িয়েছেন জানিয়ে তিনি আরও বলেন।
পরিবেশ বাঁচিয়ে শিল্পকে রক্ষা করতে হবে আর যাতে ট্যানারির পাশের ধলেশ্বরী নদী দূষণ বা এর আশেপাশে কেউ পরিবেশের কারণে ক্ষতি না হয় সেজন্য সকল ধরণের পদক্ষেপ শিল্প মন্ত্রণালয় হাতে নিয়েছে বলেও বলেন তিনি। পরে তিনি ট্যানারির কর্মকর্তাদের সাথে মতবনিমিয় সভা করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। এসময় শিল্প মন্ত্রণালয় ও ট্যানারির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।