admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২২ ১২:১০ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের বনগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের বকেয়া বিল আদায়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় দিনব্যাপী বকেয়া বিল আদায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর কুন্ডা এলাকার কোটাপাড়া, দাসপাড়া ও বাজার সংলগ্ন এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লা এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বকেয়া বিল আদায়ে তিতাসের অভিযানে গ্রাহকের বিল বকেয়া থাকার কারণে এবং অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা ব্যবহার করার কারণে প্রায় দেড়শতাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, তিতাস গ্যাস এর গ্রাহকরা দীর্ঘদিন যাবৎ বকেয়া গ্যাস বিল পরিশোধ না করার কারণে বকেয়া বিল আদায়ের এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় সাভার তিতাস গ্যাস অফিসের সহকারী উপ প্রকৌশলী আনিসুর রহমান সহ অসংখ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।