admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৭তম বর্ষে পদার্পন উপলক্ষে সাভার প্রেসক্লাবে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। সোমবার (০৬ জুন ) দুপুরে সাভার প্রেসক্লাবে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলার চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব,বিশেষ অতিথি ঢাকা জেলা উত্তর ডিবি ওসি ইয়াসিন মুন্সি, সাভার পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সায়েম হোসেন মোল্লা। ভাকুর্তা ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন।
অনুষ্ঠানে বাংলা টেলিভিশনের সাভার উপজেলা প্রতিনিধি সাভার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নবগঠিত কমিটির আহবায়ক মোঃ জাবেদ মোস্তফা বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকা জম্মলগ্ন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল। স্বৈরাচার বিরুদ্ধী আন্দোলন, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ সমাজের অসঙ্গতি গুলো সুন্দর ভাবে পত্রিকার পাতা তুলে ধরে জাতি গঠনে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। আমি এ পত্রিকার উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাভার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি ফাহাদ ই আজম, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি আসরাফ সিজেল,মোহনা টেলিভিশনের প্রতিনিধি জিয়া উদ্দিন জিয়া,মুক্ত কলম এর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম জিলুসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। এসময় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন যায়যায়দিনের সাভার উপজেলা প্রতিনিধি মির আরজু, অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এস,এ, টিভির সাভার প্রতিনিধি মোঃ রুপোকার রহমান। পরে প্রধান অতিথিসহ অন্যান্যরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে এক র্যালির আয়োজন করেন এবং অনুষ্ঠানটি সমাপ্ত করেন।