admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা দাঁড়িয়েছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে। এই সংস্থার পক্ষ থেকে গতকাল থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সাভারের দৃষ্টি প্রতিবন্ধী শপিং কমপ্লেক্সে ৫০জন দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন সংস্থার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদার।
এসময় তিনি বলেন, আপনারা জানেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সারা দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে গত কাল বুধবার আজ পর্যন্ত ৪০০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি চিনি, এক কেজি মসুরির ডাল, এক কেজি লবন,
এক কেজি সয়াবিন তেল, দুই প্যাকেট জর্দা সেমাই। আপনারা জানেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা একটি কল্যাণধর্মী সংস্থা। এই সংস্থার অধিনস্ত সারা দেশে ৪৪ টি জেলা শাখা রয়েছে। আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে করোনা কালীন সময় হতে আজ পর্যন্ত প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী, ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী, চিকিৎসা সাহায্য, শিক্ষা সাহায্য হকারি সাহায্য, বয়স্কভাতা, দৃষ্টি প্রতিবন্ধীদের ছেলেমেয়ের জন্য লেখাপড়ার সহায়তা দাফন-কাফন অর্থ সাহায্যসহ বিভিন্ন সাহায্য করে আসছে। আমাদের সংস্থার জন্য কোন সরকারি কিংবা বিদেশী অনুদান নেই। শুধু মাত্র আমরা শুধু সাভারের মার্কেটের ভাড়া দিয়ে এসব সাহায্য প্রদান করে আসছি। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে।
এসময় তিনি আরও বলেন, আমার দীর্ঘ দিন ধরে সরকারের কাছে একটি দাবি জানিয়ে আসছি। দাবিটি হলো জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বকশি বাজারের প্রধান কার্যালয়ের বাড়িটি স্থায়ীভাবে বিনামূল্যে বরাদ্দের। আমরা দীর্ঘ দিন ধরে দাবিটি জানালেও কোন সূরাহ হয় নি। আমরা আবারও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন- জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. নুরুল আলম সিদ্দিক, দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাভার শপিং কমপ্লেক্সের ইনচার্জ আব্দুল রহিম,কোষাধক্ষ্য হারুনুর রশিদ সহ অন্যান্য সদস্যরা।