admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান ঢাকাঃ নিখোঁজের দশ দিন পর সাভারে তুরাগ নদী থেকে ক্ষতবিক্ষত এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার আমিনবাজারের কেবলারচরের তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে আমিনবাজার নৌ পুলিশ।
আমিনবাজার নৌ পুলিশ এর এস আই আল মামুন জানান,চলতি মাসের ৭ জুলাই গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক আজিবর রহমানের ছেলে ইমন রহমান (২১) নিখোঁজ হন। পরে নিখোঁজের সেই দিনেই তার পরিবারের সদস্যরা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরে আজ সকালে আমিনবাজারের কেবলারচরের তুরাগ নদী থেকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ক্ষতবিক্ষত তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে আমিনবাজার নৌ পুলিশ। হত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপরদিকে সাভারের কাজী মোকমাপাড়া এলাকা থেকে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে ওই নির্মাণ শ্রমিক বহুতল ভবনে কাজ করতে গিয়ে মাটিতে পড়ে মারা গেছেন। এছাড়াও আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃওরা। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।