admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে ছিনতাইকারীদের এলোপাথারী ছুরিরআঘাতে আলামিন নামের (১৫) এক কিশোর খুন হয়েছেন। রাতে সাভারের ব্যস্ততম রাস্তায় বাজার রোড এলাকায় এ হত্যাকান্ডে ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের বাবা আকমাল খাঁন বলেন,তার ছেলে আলামিন সাভার বাজার বাসষ্ট্যাান্ড এলাকায় শাহাদাৎ নামের এক ব্যক্তির মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করে আসছিলেন। পরে রাতে সার্ভিসিংয়ের দোকানে কাজ শেষ করে রাত সাড়ে ১০ টার দিকে ব্যাংক কলোনী এলাকায় বাজার রোড দিয়ে বাড়ি ফিরছিলেন সে।
পরে সে বাজার রোড এলাকায় পৌছলে একদল ছিনতাইকারী তাকে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়।পরে স্থানীয় আহত ওই কিশোরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন,ওই কিশোরকে কারা খুন করেছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত ওই কিশোরের বাড়ি ফরিদপুর জেলায়। অপরদিকে আরেক ঘটনায় আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।