admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২২ ১:১৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে ট্যানারি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ সুরক্ষায় কোয়ালিশন বিল্ডিং এন্ড এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে ট্যানারী সেক্টরে শ্রমিকদের অধিকার, ওএসএইচ এবং পরিবেশগত ন্যায় বিচার নিশ্চিত করতে শ্রম আইনের সকল ধারা বাস্তবায়ন, সেফটি কমিটি গঠন এবং হাসপাতাল প্রতিষ্ঠাসহ ১০ দফা প্রস্তাবনা দিয়েছে ট্যানারী ওয়ার্কাস ইউনিয়ন এবং সলিডারিটি সেন্টারের বাংলাদেশ অফিস।
আজ শুক্রবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী এলাকার জিলিয়ান সেন্টারে ট্যানারী ওয়ার্কাস ইউনিয়ন এবং সলিডারিটি সেন্টারের বাংলাদেশ অফিস কতৃক আয়োজিত কোয়ালিশন বিল্ডিং এন্ড এডভোকেসি সভায় বক্তারা ১০দফা এ প্রস্তাবনা দেন।
সভায় বক্তারা এসময় ট্যানারী শিল্পের বেহাল অবস্থা তুলে ধরে সংকট নিরসনে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হবার আহ্বান জানান।
ট্যানারী ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সলিডারিটি সেন্টার বাংলাদেশ অফিসের প্রোগ্রাম অফিসার এ্যাডভোকেট নজরুল ইসলাম, সাভার প্রেস ক্লাবের আহ্বায়ক জাভেদ মোস্তফা, সদস্য সচিব রুপোকুর রহমানসহ অন্যান্য সংবাদিক ট্যানারির পুরুষ ও নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।