admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,স্টাফ রিপৌর্টারঃ সাভারে এক গৃহবধূর গলা কাটা লাশসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে, সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ভাড়া বাসা থেকে বিউটি আক্তার নামের (৩০) এক গৃহবধূর গলা কাটা লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
নিহত গৃহবধূ একাই একটি রুম ভাড়া নিয়ে থাকতো। কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে তদন্ত করে দেখছে পুলিশ। এছাড়া তাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা সে বিষয়টিও তদন্ত করছে পুলিশ। নিহত ওই গৃহবধূর বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চড়পানাগাড়ি গ্রামে। এ বিষয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, ওই গৃহবধূর হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
অপরদিকে সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় বাইশ বছর বয়সী এক নারী, ভরারী এলাকার একটি বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পচিশ বছর বয়সী এক নারী, কাউন্দিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ২৫ বছর বয়সী এক যুবক ও বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তেইশ বছর বয়সী এক যুবকের লাশ আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে লাশগুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় সাভার মডেল থানায় পাঁচটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।