admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারে থানা রোড স্বপ্ন সুপার মলের সামনে খেলার সময় জামেলা (৩) নামের এক শিশুকন্যাকে চুরি করে নিয়ে গেছে বোরখা পড়া নারী। এঘটনায় সাভার থানায় মামলা দায়ের করেছে চুরি যাওয়া শিশুর মা শিলা বেগম।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল। এর আগে গতকাল বুধবার সাভারের থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যায় ওই নারী। চুরি যাওয়া শিশু জামেলা রাজবাড়ী জেলার বাসিন্দা।
সে তার নানী ও মা শিলা বেগমের সাথে থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের পিছনে মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকতো।