admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান সাভারে ইবনেসিনা ডায়াগণষ্টিক হাসপাতালে লিফটে আটকা পড়ে ১৬ জন অসুস্থ, জানাযায় গতকাল সকালে এ ঘটনা ঘটলেও ভবন মালিক কঠোর ভাবে গোপনীয়তা করায় আজ সকালে তা সবার মাঝে জানাযানি হয়। সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন ইবনেসিনা ডায়াগণষ্টিক সেন্টারে এঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিস জানায়,কয়েক বছর আগে সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন জাহাঙ্গীর নামের এক ব্যক্তির কাজ থেকে দশ তলা ভবন ভাড়া নিয়ে ইবনেসিনা ডায়াগণষ্টিক সেন্টার সেখানে চালু করা হয়।
পরে গতকাল সাড়ে দশটায় ডায়াগণষ্টিক সেন্টারের ১৬ জন রোগী একটি লিফটে বিভিন্ন ফ্লোরে ডাক্তার দেখানো ও পরীক্ষা করার জন্য উঠেন। প্যাসেঞ্জার লিফটি উপরে না উঠে দরজা বন্ধ হয়ে আটকিয়ে যান। পরে লিফটে উঠো যাত্রীরা পচিশ মিনিট চিকৎকার চেচামেচী করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় ডায়াগণষ্টিক সেন্টার কতৃপক্ষ সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিক ঘটনাস্থলে গিয়ে আধুনিক যন্ত্র দিয়ে লিফট খুলে ১৬ জন লোকজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করেন।
অল্পের জন্য ১৬ জন লোকজন প্রাণে বেঁচে যান। এ ঘটনায় সেখানে চিকিৎসা সেবা নিতে আসা সকলের মাঝে চরম আতঙ্ক বিরাজ করে। পরে বিষয়টি ভবন মালিক জাহাঙ্গীর কঠোর ভাবে গোপন করলেও আজ সকালে তা জানাযানি হয় সবার মাঝে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মাহফুজ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত চলছে। এ বিষয়ে ইবনেসিনা ডায়াগণষ্টিক সেন্টারের সহকারী ম্যানেজার ইসমাইল হোসেন বলেন,যান্ত্রিক ত্রুটি কারণে লিফটি আটকে গিয়ে ছিলো।