admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২২ ৬:২০ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান ঢাকাঃ উৎসবমুখর পরিবেশে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর পর শত জল্পনাকল্পনা শেষে এই প্রথম মঙ্গলবার (২৬ জুলাই ) বিকেলে সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাভারের আমিন বাজার ট্রাক টার্মিনালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, প্রধান বক্তা সাভার উপজেলা পরিষদে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব উপস্থিত থেকে,জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা, পায়রা ও বেলুন উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্ধোধন করেন।

এছাড়াও উদ্বোধক হিসেবে আরো উপস্থিত ছিলেন, মিসেস হাসিনা দৌলা সাভার উপজেলা আ.লীগ সভাপতি, সভাপতিত্ব করেন আব্দুর রউফ ভারপ্রাপ্ত সভাপতি, আমিন বাজার ইউনিয়ন আ.লীগ ও সর্বশেষ সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন, নাছির উল্লাহ সাধারন সম্পাদন আমিন বাজার ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মাসুদ চৌধুরী যুগ্ন সাধারন সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী-লীগ। খন্দকার আব্দুল হাই আলী, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা আঃলীগ। রকিব আহম্মেদ চেয়ারম্যান আমিন বাজার ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল আলম সমর চেয়ারম্যান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ। মোঃ লিয়াকত হোসেন চেয়ারম্যান, ভাকুর্তা ইউনিয়ন পরিষদ। মোঃ সাইফুল ইসলাম চেয়ারম্যান, কাউন্দিয়া ইউনিয়ন । সায়েম মোল্লা সাধারন সম্পাদক ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ। সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল,সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক. আমিনবাজারের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান। অনুষ্ঠানে আমিন বাজার ইউনিয়ন আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। সভাপতি পদে দায়িত্ব পান রকিব আহমেদ এবং সাধারণ সম্পাদক পদ লাভ করেন বেলায়েত হাসান। এমপি কামরুল ইসলাম এডভোকেট বলেন, বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। ২০১৮ সালে বিএনপি নির্বাচনের নামে তামাশা করেছে। তিনি আরও বলেন বিএনপি আগুন সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রাপ্ত একটি সংঘঠন। বিএনপি-কে হুশিয়ারী করে তিনি বলেন দলীয় নেতাবর্গরা এই অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়াতে হবে।
প্রধান বক্তা মঞ্জুরুল আলম রাজিব বলেন, রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করলে কাউকে ছাড় দেয়া হবেনা। এবং দলীয় অন্যান্য নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ করেন তিনি। এছাড়া তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় দেশের উন্নয়ন করার জন্য সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ করেন।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।