admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে পচিঁশ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দার একটি নির্জন স্থান থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে,সকালে মোগড়াকান্দার নির্জন স্থানে ওই অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশের ধারণা অজ্ঞাত ওই যুবককে দুর্বৃওরা শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার জন্য নির্জন স্থানে ফেলে গেছেন। হত্যা কান্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই শাহ্ আলম বলেন,অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।