admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান: ঢাকার সাভারের বংশী নদীর তীরে অবস্থিত উত্তরণ পল্লীতে গৃহহীন বেদেদের নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ( ২৭ জুলাই ) দুপুরে সাভারের উত্তরন পল্লীতে বেদে সম্প্রদায়ের মধ্যে চারটি ঘর হস্তান্তর করা হলো। দুর্যোগ সহনীয় অসহায় পিছিপাড়া জনগোষ্ঠীর জন্য এই ঘর গুলা হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, উত্তরণ ফাউন্ডেশন আয়োজনে বেসরকারি একটি প্রতিষ্ঠানের উদ্যোগে উত্তরণ পল্লীতে বেদে সম্প্রদায়ের মধ্যে ঘরগুলি প্রদান করা হয।
এ সময় ডাক্তার এনামুর রহমান বলেন বেদেদের বেঁচে থাকার অধিকার আছে তারা সমাজে আমাদের মতই সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে তাদের পাশে পূর্বেও আমরা ছিলাম এখনো আছি এবং অদূর ভবিষ্যতে থাকবো পিছে পড়া এই জনগোষ্ঠীর জন্য যিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উত্তরণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ঢাকা জেলা ডিআইজি হাবিবুর রহমান। এ সময় ডাক্তার এনামুর রহমান আরো বলেন আমি এখানে আপনাদেরকে অনেক অনুদান দিয়েছি ভবিষ্যতে আমি আরো অনুদান দিব পাশাপাশি এখানে যতজন লোক ভূমিহীন আছেন প্রত্যেকেই ঘর পাবেন একটি মানুষ ও ভূমিহীন থাকবে না আমি কথা দিয়ে গেলাম দ্রুত এখানে আরো ৩৫টি ঘরের অনুমোদন আমি পাস করাবো প্রতিটি ঘরের জন্য তিন লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে।
উত্তরণ ফাউন্ডেশন এর আয়োজনে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিপিএম বার পিপিএম বার ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার সাভার পৌরসভা মেয়র হাজী আব্দুল গনি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার থানার অ্যাডিশনাল এসপি কাফী, সাভার মডেল থানার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ রহমান, সাভার পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা,সাবেক ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদ, সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী সোহেল রানা, এছাড়াও ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বেদে সম্প্রদায়ের অনেকেই উপস্থিত ছিলেন।
গৃহহীন বেদেদের ঘরের মাইলফলক উমোচন শেষে চারজনকে ঘর বুঝিয়ে দিয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।