admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন রাজশাহীর বোয়ালিয়া ইউনিয়নের শালবল এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে তারাপুর রেলক্রসিং এলাকায় পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়েন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় বা রেল পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।