অমুল্য কুমার বৈদ্য || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
১৩ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষক সমাজের ওপর পুলিশি হামলা।
অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও গণতান্ত্রিক অধিকার হরণকারী একটি ঘটনা। বাংলাদেশ গণমুক্তি পার্টি এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এম এ আলীম সরকার আরও বলেন, শিক্ষকগণ জাতির বিবেক, জাতি গঠনের কারিগর। তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করার সাংবিধানিক অধিকার রয়েছে। অথচ সেই অধিকারকে পিষে ফেলার জন্য রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে যে দমন-পীড়নের পথ বেছে নেওয়া হয়েছে, তা ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশের শিক্ষকদের সম্মান রক্ষা করা ও তাদের দাবি-দাওয়া মনোযোগ সহকারে শোনা এবং বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব। রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে শিক্ষকদের ওপর লাঠিচার্জ, গ্রেপ্তার ও হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ গণমুক্তি পার্টি অবিলম্বে শিক্ষকদের ওপর হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানাচ্ছে। আমরা দেশের সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।