মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বে-সরকারী উন্নয়ন সংস্থা মানবকল্যাণ পরিষদ এর উপজেলা সিএসও ‘র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১০ডিসেম্বর) উপজেলা প্রকল্প কার্যালয়ে নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা সিএসও সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সম্পাদক হালিমা আক্তার ডলি, সদস্য সানি,সবুজ ইসলাম, অভিশেক প্রমুখ।
বিএমজেড এর অর্থায়নে হোপ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এতে আরও বক্তব্য রাখেন মানবকল্যাণ পরিষদের রাশেদুল আলম লিটন,রৌওশন আরা বেগম।সভায় উপজেলার ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সিএসও এর মানবাধিকারকর্মীরা নারী ও কন্যা শিশুদের বিশেষ করে বাল্যবিবাহ এর নানা রকম তথ্য তুলে ধরেন। এমনকি বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধের জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করেন।