ইব্রাহিম আলম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার চরাঞ্চলের জীবনমান উন্নয়নে চর মন্ত্রনালয়ের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার ১০মে বিকাল ৫ঘটিকার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট খিতাবখাঁ স্পার বাধের চরে তিস্তা নদীর তীরবর্তী চর মন্ত্রনালয়ের দাবীতে শত শত মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন চর উন্নয়ন কমিটির আহবায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব ও জেলা মাইটিভির সাংবাদিক আশরাফুল হক রুবেল। উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক সাবেক বিচারক আজিজুর রহমান দুলু, রাজারহাট উপজেলা কমিটির আহবায়ক বাসেত সরকার বিপ্লব।
পরে সন্ধ্যায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট স্পার বাধে সমাবেশ ও সংলাপে বক্তব্য রাখেন, চর উন্নয়ন জেলা কমিটির যুগ্ম আহবায়ক এনামুল হক, আখেরুজ্জামান, সাবেক সহকারি অধ্যাপক নাজনীন নাহার, রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আঃ কুদ্দুস, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোমান হোসেন, নাজিমখাঁন ইউনিয়ন যুবদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক সহ উপস্থিত ছিলেন, জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।