admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জুলাই, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরও ১৭ কোভিড রোগীর মৃত্যু। করোনাভাইরাসের আক্রমণে আবারও টালমাটাল দেশ। সংক্রমণের দিক থেকে হটস্পট এলাকাগুলোর অন্যতম একটি রাজশাহী। তার প্রমাণ মিলছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের লাশের মিছিলে। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। ১ জুলাই সকাল ৯টা থেকে আজ ২ জুলাই সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা গেছেন। করোনাভাইরাসের আক্রমণে আবারও টালমাটাল দেশ। সংক্রমণের দিক থেকে হটস্পট এলাকাগুলোর অন্যতম একটি রাজশাহী। তার প্রমাণ মিলছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের লাশের মিছিলে। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। ১ জুলাই সকাল ৯টা থেকে আজ ২ জুলাই সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা গেছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। আজ শুক্রবার (২ জুলাই) সকালে তিনি জানান, শেষ ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ৭, চাঁপাইনবাবগঞ্জ ২, নাটোর ২ এবং পাবনার ১ জন। শামীম ইয়াজদানী আরও জানান, নিহত ১৭ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১২ জন। বাকি ৫ জন ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন। উপসর্গ নিয়ে যেসব ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, করোনাভাইরাস দমনে দেশব্যাপী জারি করা সর্বাত্মক লকডাউন-এর দ্বিতীয় দিন চলছে আজ। বন্ধ আছে সকল প্রকার সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন, শপিংমল এবং যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ার কারণে রাজধানী ঢাকায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার মানুষকে আটক করেছে পুলিশ।