admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
মাহাবুব হোসেন লিটু, কুড়িগ্রাম ফুলবাড়ী প্রতিনিধিঃ কুড়িগ্রাম ফুলবাড়ীতে রাজশাহী কৃষি ব্যাংক এর উদ্যোগে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃ অর্থায়ন, স্কিম এর আওতায় বাংলাদেশ মৃল ভু -খন্ডে অন্তর্ভুক্ত সাবেক, ছিটমহল দাসিয়ারছড়ায় বসবাসকারী কৃষকদের অনুকুলে প্রকাশ্যে ঋন বিতরন করা হয়।
শাখা ব্যবস্তাপক মো জগলুল কবিরের সভাপতিত্বে অদ্য ৪% সুদে ঋণ বিতরন, করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী কৃষি ব্যাংকের রংপুর বিভাগের মহাব্যবস্তাপনা মো বাবর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি ব্যাংকের বিভাগীয় কার্য়ালয় রংপুর এর উপ মহা ব্যবস্হাপক মোসাদ্দেক হোসেন, কুড়িগ্রাম জোনের জোনাল ব্যবস্থাপক রুহুল আমিন।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারু রশিদ, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক (মিলন) উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি মাহাবুব হোসেন লিটু, এবং প্রিন্ট ও ইলেকট্রনি মিডিয়ার সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।