admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
মোঃ মাসুদ আলী পুলক, ব্যুরো রাজশাহীঃ রাজশাহীতে সরোজমিনে গিয়ে অনুসন্ধান করলে কবুতর ধরতে গিয়ে চারতলার ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই কথা মানতে নারাজ এলাকা বাসী তাদের পশ্ন সন্ধ্যার পর কিভাবে কবুতর উড়ে গেলো?আর তার পোষা কবুতর উরে গেলেও তো ওখানেই থাকবে।
এবং কোন কবুতরটি উড়ে গিয়েছিল সেটাও কেউ বলতে পাচ্ছে না। এবং কিভাবে সে ছাদ থেকে পড়ে গিয়েছে এটাও কেউ দেখেননি,তাদের দাবী এগুলো পুলিশ সঠিক তদন্ত করলেই তবেই বলা যাবে, যুবকের মৃত্যু কিভাবে হয়েছে। উঠতি বয়স এর ছেলে মরে যাওয়ায় ছেলের মা শোকে পাগল প্রায় তার মায়ের দাবি এখন ছেলের মৃত্যুর আসল কারন কি? এটা যানার কৌতুহল এলাকা বাসীও, উল্লেখ থাকে যে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মহানগরের ষষ্ঠীতলা এলাকার দারুচিনি প্লাজা নামের ভবনের ছাদ থেকে পড়ে যান ওই যুবক।
নিহত সনি শেখ সৈকত (২২) ষষ্ঠীতলা এলাকার ইকবাল হোসেনের ছেলে। রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সৈকত বাড়িতে কবুতর পুষতেন। সন্ধ্যায় তার একটি পোষা কবুতর উড়ে গিয়ে পাশের দারুচিনি প্লাজার চারতলার ছাদের ওপর বসে। তিনি সেই কবুতরটি ধরতে গিয়ে অসাবধানতায় ছাদ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে সৈকতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।