admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
হানিফুর রহমান,স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলওয়ে স্টেশনে ‘মধুমতি এক্সপ্রেস’-এর স্টপেজ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা ‘মধুমতি এক্সপ্রেস’কে ১০ মিনিট আটকে রাখেন।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত খানখানাপুর রেলওয়ে স্টেশনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। রাজশাহী থেকে এসে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রা বিরতি দিয়ে ১১টা ৫ মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ‘মধুমতি এক্সপ্রেস’ খানখানাপুরে এসে পৌঁছালে ১০ মিনিট আটকে রাখেন মানববন্ধনকারীরা। পরে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে ট্রেনটিকে ছেড়ে দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন খানখানাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম (লাল), খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ নান্নু, সহ-সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নব কুমার দত্ত, ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।