admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২০ ৬:৫৬ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, স্টাফ রির্পোটার রংপুরঃ রংপুর নগরীর মাহিগঞ্জ বেজ অটিজম বিদ্যালয়ের অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ওই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান বাবুর সভাপতিত্বে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শহর সমাজ সেবা অফিসার শফিকুল ইসলাম পাইকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমুল পর্যায়ে অবহেলিত মানুষের মাঝে শিক্ষার আলো পৌছাতে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। প্রধানমন্ত্রী দেশকে নিরক্ষরমুক্ত করে প্রতিবন্ধিদের স্বাবলম্বি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ঘরে ঘরে শিক্ষার আলো পৌছাতে প্রতিবন্ধিদের প্রতি সহানুভুতির হাত বাড়িয়ে তাদেরকে এগিয়ে নিতে শিক্ষার পাশাপাশি সকল ধরনের সুযোগ সুবিধা দেবার আহবান জানান।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর ২৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রউফ পাটোয়ারী, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ২০ জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।