admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ মে, ২০২২ ৬:২৮ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরোঃ রংপুর মহানগরীর মাহিগঞ্জ আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ১০ মে’ মাহিগঞ্জ আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বী-বার্ষিক অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ শেষে ভোট গননা করে ফলাফল প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
চুড়ান্ত ফলাফল ঘোষণায় অভিভাবক সদস্য পদে ৩৭৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন শাহাদত হোসেন লিখন, ২৮১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মকবুল হোসেন, ২৩৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন নাজমুল ইসলাম শাহিন ও ২১৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মিলন মিয়া। এই নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী ছিল ৯ জন। মোট ভোটার সংখ্যা ছিল ১১৫০, মোট ভোট প্রদান করেন ৭০৮ জন। বাতিলকৃত ব্যালট পেপারের সংখ্যা ৫৫ ও বৈধ ব্যালট পেপারের সংখা ছিল ৬৫৩। সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।