admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরোঃ রংপুর মহানগরীর মাহিগঞ্জের সাতমাথা মহাসড়কে সোমবার সকালে কৃষক আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ কর্মসূচি করেছে।
যানা যায়, আলুর ন্যায্য দাম নিশ্চিত এবং বিদেশে রপ্তানির দাবিতে মহাসড়কে আলু ফেলে দিয়ে বিক্ষোভ করেন আলু চাষিরা। এ সময় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। আলু চাষীদের অভিযোগ আলু স্টোরেজ এর ভাড়া বৃদ্ধি পাশাপাশি উৎপাদন খরচ বেশি হওয়ায় আলুর দাম ১১ থেকে ১৩ টাকা প্রতি কেজিতে খরচ হয়েছে এবারের আলু চাষ করে। কিন্তু মাঠ পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে আট থেকে নয় টাকায়।
এতে করে লোকসানের মুখে পড়ছেন আলু চাষীরা। পাশাপাশি তাদের দাবি বিদেশে আলু রপ্তানী করার সুযোগ তৈরী হলে এই লোকসান থেকে রক্ষা পাবেন তারা। বিক্ষোভ প্রায় পৌনে এক ঘণ্টা চলে পরবর্তীতে পুলিশ এসে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় কৃষকরা বলেন, আমরা যদি আলুর ন্যায্য মূল্য না পাই, খরচই যদি না উঠে তাহলে আলু রেখে লাভ কি? অবিলম্বে আলুর ন্যায্য দাম দিয়ে বিদেশে রপ্তানী করার দাবি করেন তারা।