admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি ও গুম ,খুনের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের বর্বরোচিত হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেক দল নেতা আব্দুর রহিম, জাতীয়তাবাদী জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম, নারয়ানগঞ্জ যুবদল নেতা শাওন এর মুত্যতে রংপুর জেলা বিএনপির কালো পতাকা নিয়ে শোক র্যালী বের করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে নগরীর শাপলা চত্বর থেকে কালো পতাকা নিয়ে শোক র্যালীতে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য এমদাদুল হক ভরসা, ফজলুর রহমান বাদল , নাজমুল আলম নাজু , জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়হ ময়ের উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।