admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৩ ৭:০০ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুর: রংপুরে জাতীয় যুব জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস হরতাল-অবরোধ ও দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় যুব জোট রংপুর মহানগর শাখার আয়োজনে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে রংপুর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রংপুর মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় যুব জোট রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আপেল এর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি সাজ্জাদুল ইসলাম মিঠুল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রংপুর মহানগর শাখার নেতা শাফিয়ার রহমান, প্রচার সম্পাদক ইউসুফ আলী।
জাতীয় যুব জোট রংপুর জেলা শাখার সদস্য মানিক অধিকারী, মহানগর যুব জোটের সদস্য আব্দুস সালাম, যুগেষ চন্দ্র বর্মন, জাসদ ছাত্রলীগের রংপুর মহানগরের সভাপতি এহতেশাম জেমি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন -উর-রশীদ বিপ্লব প্রমূখ।