admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুর নগরীর মাহিগজ্ঞ দেওয়ান টুলিতে জমজম এগ্রো ইন্ডাঃ লিঃ ফিড মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেবার ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া শ্রমিক মহির উদ্দিন মারা গেছেন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকাল ৭টায় মারা যান তিনি। পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকান্ড। এই হত্যাকাণ্ডের পেছনে অন্যকোনো রহস্য লুকিয়ে আছে বলে অভিযোগ করছেন পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের ছেলে সুমন মিয়া বলেন আমার বাবাকে হত্যার পেছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। ফিড কোম্পানির (একাউন্ট ম্যানেজার) পীরগাছা থানাধীন সৈয়দপুর পূর্ব পারুল গ্রামের মৃত নুরুল আমিন মিয়ার ছেলে মোঃ জহুরুল ইসলাম ও (লেবার ইনচার্জ/সুপার ভাইজার) মাহিগঞ্জ থানাধীন আজিজুল্লাহ গ্রামের আছের উদ্দিনের ছেলে মোঃ রশিদুল ইসলাম, উভয়ে যোগসাজশে এই নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে।
নিহতের স্ত্রী আলেয়া বেগম বলেন, ওই মিলে ভেজাল ফিড তৈরি হতো, আমার স্বামী এটা দেখে ফেলে এবং এতে প্রতিবাদ করায় কৌশলে তাকে হত্যা করা হয়েছে। আমার সংসারের একমাত্র কর্তা ব্যক্তি ছিলেন আমার স্বামী এখন আমি আমার সংসার, সন্তান নিয়ে কিভাবে জীবন যাপন করবো। আমি প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। এ ব্যাপারে জমজম এগ্রো ইন্ডাঃ লিঃ ফিড মিলের মালিক আলহাজ্ব আঃ মতিন আজিজী’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি ঘটনার সময় মিলে উপস্থিত ছিলাম না। পরে মিলে ফেরার পর জানতে পেরেছি যে, রশিদুলের সাথে দুষ্টুমি করার এক পর্যায়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে।
এদিকে এজাহারনামীয় অভিযুক্ত জমজম ফিড মিলের অ্যাকাউন্ট ম্যানেজার মোঃ জহুরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মিলের ভিতরে যে ঘটনাটি ঘটেছে সেখান থেকে কিছুটা দূরে আমার অফিস/চেম্বার আমি চিৎকার চেঁচামেচি শুনে চেম্বার থেকে বের হয়ে দেখি একটি পিকআপে মহির উদ্দিনকে তোলা হয়েছে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে। পরে মিলের অন্যান্য শ্রমিকদের মুখ থেকে জানতে পারলাম তারা উভয়ে দুষ্টুমি করতে ছিল এর এক পর্যায় রশিদুল মহিরের পায়ুপথে ভ্যাকম পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়,এর বেশি আমার কিছু জানা নেই। আমি নিজেও হাসপাতালে গিয়ে তার দেখাশোনা করেছি।
এজাহার নামীয় অপর অভিযুক্ত লেবার ইনচার্জ জহিরুল ইসলাম বাবুকে ফোন করলে তিনি বলেন ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। আমি মিল সংলগ্ন চায়ের দোকানে চা খাইতে ছিলাম। একজন শ্রমিক এসে আমাকে দুর্ঘটনার কথা জানানোর পর আমি মিলে গিয়ে মহিরের এমন অবস্থা দেখে তাৎক্ষণিক পিকআপে তুলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করাই। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।
উল্লেখ্য, রংপুর নগরীর মাহিগজ্ঞ এলাকায় জমজম ফিড মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন মাহিগজ্ঞ কাইদাহারা গ্রামের মোঃ মহির উদ্দিন।বুধবার বিকেলে ফিড মিলের মেশিন পরিস্কার করা হাওয়া মেশিন দিয়ে লেবার ইনচার্জ রশিদুল মহির উদ্দিনের পায়ুপথে ঢুকিয়ে দেয়। এ সময় বাতাস ঢুকে পেট ফুলে গেলে মহির উদ্দিন অসুস্থ হয়ে পরলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ব্যাপারে মাহিগঞ্জ থানায় তিনজনকে আসামী করে হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী আলেয়া বেগম। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। মাহিগঞ্জ থানায় মামলা নং- ১৫/১৩৫ ,তারিখ ২২/১০/২০২০। রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, জমজম ফিড মিলের এক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার ঘটনায় মহির উদ্দিন নামে ওই মিল শ্রমিক আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকালে মারা গেছে। এটি দুষ্টুমি না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।