admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২০ ১০:৩২ পূর্বাহ্ণ
আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারী গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বার্ন ইউনিটের প্রধান ডা. এমএ হামিদ পলাশ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন রংপুর নগরীর কোটারপাড়ার মৃত সাকির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৯০) এবং নগরীর স্টেশন আলমনগর মহল্লার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৮৫)। চিকিৎসক এমএ হামিদ পলাশ বলেন, এই দুই নারী দগ্ধ হয়ে ৪ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। তিনি আরও বলেন, গত ১৫ দিনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৯ জন মারা গেছেন বার্ন ইউনিটে। এদের মধ্যে সাতজন নারী ও দুজন শিশু।
এদিকে গত দুদিনে আরও তিনজন নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের শরীরের ৪৫ থেকে ৫০ ভাগ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন ৩০ জন।