admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২১ ১২:১৩ অপরাহ্ণ
রংপুরের মিঠাপুকুরে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা নিহত ৬। দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটেছে মিঠাপুকুর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর মোস্তাফা কোল্ড স্টোরেজের কাছে। এতে ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন। দুটি বাসই ছিল যাত্রীবাহী এবং প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
আহত সবাইকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জোসনা পরিবহন এবং ঢাকাগামী সেলফি পরিবহন নামের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ছুটে যাই। ওদিকে ফায়ার সার্ভিস এসেও উদ্ধার তৎপরতা চালায়।
তিনি আরও বলেন, দুটি বাসই রাস্ত থেকে সরানো হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কের বলদিপুকুর এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। সেটাও ইতোমধ্যে ঠিক করা হয়েছে। আমরা নিহতদের নাম-পরিচয় উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।