admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
হানিফুর আলী,স্টাফ রিপোর্টারঃ নাটোরের লালপুরে ভেজাল গুড়ের কারখানায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল ও পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ ও দুইটি কারখানার মালিক কে গ্রেফতার করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল ও পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে নাটোর জেলার লালপুর উপজেলার আরাবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে হামিদুল ইসলাম ও মোঃ শহিদুল ইসলামের গুড় কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে ৭০০ কেজি ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরীর সরঞ্জামদি জব্দ করা হয় ও কারখানার মালিক দুইজন কে আটক করে লালপুর থানার নিকট সোপর্দ করা হয়।
জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গুড় তৈরীর কারখানায় মানব দেহের জন্য ক্ষতিকর ভেজাল উপাদান চুন, ফিটকিরী, লালি গুড়, কাপড়ের রং, ও ভারতীয় গো-খাদ্য দিয়ে ভেজাল গুড় তৈরী করে বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসতেছিল।
জনসার্থে এধরণের অভিযান অব্যহত আছে বলে জানিয়েছেন যৌথ বাহিনী।