admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২০ ১২:৫৫ অপরাহ্ণ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে একটি মসজিদে অনুষ্ঠিত তাবলীগ জামাতের ইজতেমায় অংশ নিয়েছিল ৩০ দেশের ১৬ হাজার মানুষ। যাতে ছিল ২১৫ জন ফিলিপাইনিও। ইতিমধ্যে ফিলিপাইনে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ায় তাদের খুঁজছে দেশটির সরকার।
আলজাজিরা জানায়, গত ২৭ ফেব্রুয়ারি শ্রী পেতালিং মসজিদে ৪ দিনব্যাপী ওই ইজতেমা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মালয়েশিয়ায় করোনা ছড়িয়ে পড়ে। আক্রান্তদের ৬০ শতাংশই ওই মসজিদে জমায়েতে সম্পৃক্ত ছিলেন। মালয়েশিয়ায় এর মধ্যে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩০৬ জন। মারা গেছেন ১০ জন। ওই মসজিদ থেকে করোনা ছড়িয়ে পড়েছে পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ায়। সিঙ্গাপুর থেকে অংশ নেয়া ব্যক্তিদেরও খুঁজছে দেশটির সরকার। সেখানেও ছড়িয়ে পড়েছে কভিড-১৯। দেশটিতে আক্রান্ত ৪৫৫ জন। মারা গেছেন দুই ব্যক্তি। ইন্দোনেশিয়া, কম্বোডিয়াতেও করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, সেখানে অংশগ্রহণকারী ব্যক্তিদের থেকে।
এদিকে ফিলিপাইনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮০ জনে। দেশটিতে মারা গেছে ২৫ জন। ন্যাশনাল কমিশন অন মুসলিম ফিলিপিনোস (এনসিএমএফ) এক বিবৃতিতে জানায়, ২১৫ ফিলিপাইনি মালয়েশিয়ার সেই জমায়েতে অংশ নিয়েছিল। বিপুলসংখ্যক মানুষের সঙ্গে তারা একসঙ্গে নামাজ পড়েছে, মসজিদে ভেতরে বাইরে তাঁবুর মধ্যে একসঙ্গে ঘুমিয়েছে।
এনসিএমএফ জানায়, অংশগ্রহণকারী অধিকাংশই মিন্দানাও অঞ্চলের মুসলিম বাসিন্দা। তাদের মাধ্যমে ওই অঞ্চলে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
মুসলিম মিন্দানাও কর্তৃপক্ষ বিএআরএমএমের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিমবো জানান, ওই ইজতেমায় অংশগ্রহণকারীদের অনেকেই ভয় করছেন, যদি আক্রান্ত হয়ে পড়েন তাহলে সম্প্রদায় এবং ফ্যামিলি থেকে তারা প্রত্যাখ্যাত হবে। ফলে তাদের ‘শনাক্ত কর এবং আইসোলেশনে রাখ’ এমন বার্তা কারও কারও মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।