admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান: ঢাকার সাভারে মাদক ও সন্ত্রাস নির্মুলে প্রতিরোধ কমিটি গঠন করায় কমিটির সদস্যের অফিস ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালিয়েছে স্থানীয় একদল মাদকসেবী।
শনিবার (১৬ মার্চ) সাভারের মজিদপুর পাকিজা রোড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মামুন রহমান মুজিবী বাদী হয়ে ৫ জনকে আসামী করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো, রুমান (২৯), রুবেল (৩২), আ. হাই (৩০), সুমন (২৮) ও সাগর (২৫) এরা সবাই মজিদপুর এলাকার বাসিন্দা ও চিহ্নিত মাদকসেবী।অভিযোগপত্র সুত্রে জানা যায়, বেশকিছুদিন যাবিত উক্ত এলাকায় মাদক, ছিনতাইসহ অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সচেতন মহল স্থানীয় ‘প্রথম বাড়ি বাইতুল হেরা জামে মসজিদ ও প্রথম বাড়ি রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়’ একটি মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করেন। এরপর থেকেই কমিটির সদস্যদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলো অভিযুক্তরা।
এরই পরিপ্রেক্ষিতে আজ ভুক্তভোগী মামুন রহমান মুজিবীর অফিসে চাপাতি, রামদা, সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তরা এসময় ভুক্তভোগীকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক টেনেহিঁচড়ে অফিস কক্ষ থেকে বের করে নিয়ে যাবার চেষ্টা করলে তার ডাক-চিৎকার করতে থাকলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। পরে ভুক্তভোগী মামুন দ্রুত তার অফিসের দরজা জানালা বন্ধ করে নিজেকে রক্ষা করে এসময় হামলাকারীরা বাইরে থেজে অফিসের জানালায় ভাংচুর চালায়। পরবর্তীতে হামলাকারীরা ভুক্তভোগীর বাড়িতে গিয়েও হামলা চালায় এসময় ভুক্তভোগী ভাতিজা রিয়াজ (৪৮) ও ভাগ্নে জয় (২৭) এগিয়ে আসলে তাদেরকে মারধর করে। এসময় বাড়ির লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ভুক্তভোগীদের হত্যা ও এলাকা ছাড়া করার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এরপর থেকে অভিযুক্তরা তাদের দলবল নিয়ে ভুক্তভোগীর বাড়ির চারপাশে অবস্থান নেয় এতে ভুক্তভোগীরা এক প্রকার গৃহবন্দী অবস্থায় রয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমরা বরাবরই শক্ত অবস্থানে রয়েছি এ ব্যাপারে কাওকে ছাড় দেয়া হবেনা।