আবুল কাশেম,ভোলা প্রতিনিধি: অভিযান-গ্রেফতার বাণিজ্যের মাসোয়ারায় ভোলা জেলার থানা পুলিশ আসামী গ্রেফতার করে না। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে যে, বিভিন্ন অপরাধে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩৮ জন গ্রেফতার হলেও ভোলা জেলার কোন উপজেলায়-ই কেউ গ্রেফতার হয় নাই।
ভোলা জেলায় গ্রেফতারের ও অপরাধী দমনের আরো চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ভোলা জেলার পুলিশ বাহিনী অপরাধীদের সাথে এতই সখ্যতা গড়ে থাকে যে, অভিযানে যাওয়ার আগে ও গ্রেফতার করতে রওয়ানা দেওয়ার আগেই অভিযান-গ্রেফতার বাণিজ্যের মাসোয়ারা কর্তৃপক্ষের কাছে পৌছে যায়। কিংবা অভিযান-গ্রেফতার আসন্নের খবর পেয়ে আসামীরা ভোলা জেলার বাইরে পালিয়ে যেতে সক্ষম হয় বা আত্মগোপনে চলে যাওয়ার সুযোগ পায়।
দেশে গত ০৭/০৫/২০২৫ ইং তারিখ বুধবার সকাল ৬টা থেকে ০৮/০৫/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তন্মধ্যে একজনও ভোলা জেলার কোন উপজেলার আসামী নয়।
পুলিশ সদর দপ্তর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় আজ এ তথ্য জানানো হয়েছে। তথ্য বার্তায় বলা হয়েছে যে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ১ হাজার ৪৮ জন। অন্যান্য অপরাধে জড়িত অভিযোগে অন্য ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ানশুটারগান, একটি ম্যাগাজিন, নয়টি গুলি, একটি চাপাতি, একটি চাকু ও একটি চায়নিজ কুড়াল জব্দ করার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
ছবিতে- ভোলার অপরাধী ঢাকায় পুলিশের মারপিট খাওয়ার দৃশ্য, ভোলার অপরাধী চিকিৎসার নামে সরকারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জটলার মধ্যে ঢুকে থাকার দৃশ্য, ভোলার অপরাধী স্পীড বোট দিয়ে নদী পথে পালিয়ে যাওয়ার দৃশ্য, ভোলার দক্ষিণ আইচার অপরাধী রাসেল ঢাকার রূপগঞ্জ থানা হাসপাতালে গ্রেফতার থাকার দৃশ্য।