admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১:১৭ অপরাহ্ণ
কুঞ্জ পাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা ভূমি কার্যালয়ে নাজির কাম ক্যাশিয়ার সাকিব উদ্দীনের ঘুষের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার ভিডিওটি ‘আজকের বালিয়াডাঙ্গী’ নামে ফেসবুকে পোস্ট করা হয়।
ভিডিও দেখে জানা যায়, রানীশংকৈল উপজেলা ভূমি কার্যালয়ের বারান্দায় চেয়ার–টেবিল পেতে বসে আছেন নাজির কাম ক্যাশিয়ার সাকিব উদ্দীন। সে সময় সেবাগ্রহীতা এক ব্যক্তির সঙ্গে খতিয়ান নম্বর ভুল নিয়ে আলাপের একপর্যায়ে সাকিব উদ্দীন ওই ব্যক্তিকে বলেন, ‘যাও যাও, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো, যাও।তখন পাশ থেকে ওই ব্যক্তি বলেন, একটু কম রাখেন। তখন সাকিব উদ্দীন তাঁকে বলেন, এটা ভাই কোনো কাজকাম না। আমার কথা হচ্ছে, আমি যখন ওখানে কাজ করব, ও কিছু খাবে, আমি কিছু খাব। সোজা কথা, ঠিক আছে। তখন পাশের ওই ব্যক্তি বলেন, না, কিছু কম রাখেন।
সাকিব ফাইলে কী সংশোধন করতে হবে, তা জেনে লিখে নেন। পরে তিনি বলেন, আচ্ছা যান। কাজ হলে ফোন দেব। তবে এক সপ্তাহের আগে কিন্তু হবে না। ফেসবুক পেজটি পরিচালনা করেন আল মামুন নামের এক যুবক। ভিডিওটি সম্পর্কে তিনি বলেন, ‘নামজারির একটি ভুল সংশোধনী নিয়ে রানীশংকৈল উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জমিমালিকদের হয়রানি করার অভিযোগ আসে। সেই অভিযোগের সত্যতা খুঁজতে গিয়ে রানীশংকৈলের এক তরুণ এই ভিডিও ধারণ করেন।