admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ণ
তানিয়া পারভীন তামান্না,স্টাফ রিপোর্টারঃ ঢাকার বিখ্যাত স্কুল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৬/১১/২০২২ তারিখে। সাধারণ অভিভাবক সদস্য (উচ্চ মাধ্যমিক স্তর) নির্বাচিত হয়েছেন দুই জন প্রতিনিধি। ৬৬২ ভোট পেয়ে প্রথম হয়েছেন সিদ্দিকী নাসির উদ্দিন। দ্বিতীয় স্হানে আছেন মোঃ ওহেদুজ জামান। তার প্রাপ্ত ভোট ৪৯৪।
সাধারণ অভিভাবক সদস্য (মাধ্যমিক স্তর) নির্বাচিত হয়েছেন দুইজন প্রতিনিধি। ১৩৬১ ভোট পেয়ে প্রথম হয়েছেন ডঃ মোহাম্মদ তাজুল ইসলাম এবং দ্বিতীয় হয়েছেন আনোয়ার কবির ভূইয়া। তার প্রাপ্ত ভোট ১০৪০। সাধারণ অভিভাবক সদস্য (প্রাথমিক স্তর) নির্বাচিত হয়েছেন একজন প্রতিনিধি গোলাম বেনজির,পুলিশ সুপার,সিআইডি। তার প্রাপ্ত ভোট ১৯৪০।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য (প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর) নির্বাচিত হয়েছেন একজন প্রতিনিধি মৌসুমী খান। তিনি পেয়েছেন ২৮৩৫ ভোট।
শিক্ষক প্রতিনিধি (স্কুল শাখা) মোঃ আব্দুর রাজ্জাক ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চাঁদ সুলতানা।